বন্ধুরে কই পাব সখী গো | Shah Abdul Karim, Sylhet Region Folk Song

2016-09-27 33

বন্ধুরে কই পাব সখী গো | Shah Abdul Karim, Sylhet Region Folk Song

বাউল শাহ্‌ আব্দুল করিম

বন্ধুরে কই পাব সখি গো?
সখি, আমারে বলো না?
বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না!..
সাধে সাধে ঠেকছি ফাঁদে গো,
সখি দিলাম ষোলোআনা!
আমার প্রান পাখি উড়ে যেতে চায়,
আর ধৈর্য মানে না!..
কী আগুণ জ্বালাইলো বন্ধে গো?
সখি নিভাইলে নিভে না!
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে,
উপায় কি বলো না!..
বাউল আব্দুল করিম বলে গো,
সখি অন্তরের বেদনা..
হায়রে, সোনার বরণ, রুপের কিরন
না দেখলে বাঁচিঁনা!..

Free Traffic Exchange